
ইউএসএআইডি সমতা প্রকল্পের অর্থায়নে, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত হয় হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্রীড়া উৎসব।
উক্ত ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, ময়মনসিংহ এবং জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির উদ্দেশ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী শেষে সমাপনী বক্তব্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীদের ক্রীড়াঙ্গনে এবং সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলেন।
হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর যেকোনো সামাজিক উদ্দ্যোগে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিস ময়মনসিংহ তাদের পাশে থাকবে বলে জানান।