
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় এবং নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে।
গত ২১ ডিসেম্বর ময়মনসিংহ জেলার সাবেক পুলিশ সুপার মো: আজিজুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ) কে বিদায়ী সংবর্ধনা এবং নবাগত পুলিশ সুপার মো: কাজী আখতার উল আলম কে ফুল দিয়ে বরণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জনাব ড. মো: আশরাফুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: ফয়েজ আহমেদ (পিপিএম), পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট),ময়মনসিংহ রেঞ্জ; মো: রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ; মো: শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও এবস), ময়মনসিংহ রেঞ্জ; মো: মেজবাহ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স), ময়মনসিংহ রেঞ্জ সহ পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সকলে বিদায়ী পুলিশ সুপার এবং নবাগত পুলিশ সুপার সহ সকলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করেন।