প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ । ৭:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহে যুবকের উপর অতর্কিত হামলা! থানায় মামলা

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহে অপকর্ম ও অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আশিফ ব্যপারীর উপর অতর্কিত হামলা করে গুরুতর যখম করেছে রাজ ও ইন্দ্রজিৎ গংরা।

 

গত ১৩ অক্টোবর রাত আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন থানারঘাট দূর্গামন্দির এর সামনে এ ঘটনা ঘটে।

 

ঘটনা সংক্রান্ত বিষয়ে আশিফ ব্যপারীর বড় ভাই আরিফ হোসেন কোতোয়ালি মডেল থানায় লিখিত এজাহার দায়ের করলে একটি মামলা রুজু হয়। যার নং-৪২ তারিখ ১৭/১১/২০২৪ইং।

 

স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে, রাজ ও ইন্দ্রজিৎ গংরা মাদক, চুরি, ছিন্তাইসহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে। এলাকায় প্রচার আছে জনৈক মামুনের নেতৃত্বেই রযেছে অপরাধ চক্রের নিয়ন্ত্রণ।

 

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে এদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন