প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ । ১১:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

শমী কায়সার গ্রেপ্তার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ই-ক্যাবের সাবেক সভাপতি, অভিনেত্রী শমী কায়সারকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য গত ১৪ অগাস্ট ই-ক্যাব সভাপতির পদ ছাড়েন তিনি।

 

মঙ্গলবার গভীর রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

 

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানাননি তিনি।

 

গ্রেপ্তারের পর রাতে শমী কায়সারকে উত্তরা পূর্ব থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই থানার ওসি মহিবুল্লাহ।

 

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার দম্পতির সন্তান শমী কায়সার নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। পরে তিনি প্রযোজনায়ও নাম লেখান।

 

শমী অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার পর আওয়ামী লীগের রাজনীতি করার পাশাপাশি দীর্ঘদিন তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি ছিলেন। হয়েছিলেন এফবিসিসিআই পরিচালকও।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন