ময়মনসিংহের সদর উপজেলার ২নং কুষ্টিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নদী ভাঙন এলাকা নামাপাড়াতে সড়কসংকটে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। রবিবার (২৩ নভেম্বর) নদী ভাঙন এলাকার কৃষকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এবং জেলা প্রশাসক বরাবর অভিযোগ পত্র দাখিল করেন।
কৃষি প্রধান এ অঞ্চলে প্রায় ২,০০০ একর জমিতে টমেটো, কপি, মরিচ, করলা ও বিভিন্ন মৌসুমি সবজি উৎপাদন করা হয়। কিন্তু ভরা মৌসুমে এসব ফসল বাজারজাত করতে গিয়ে কৃষকদের পোহাতে হচ্ছে অকল্পনীয় দুর্ভোগ।
স্থানীয় কৃষকদের অভিযোগ, মাত্র ১৭০ ফিট রাস্তা অবৈধভাবে বন্ধ থাকায় ক্ষেত থেকে ফসল বাজারে পৌঁছাতে অনেককে ১/২ কিলোমিটার পর্যন্ত মাথায় বহন করে নিতে হচ্ছে। এতে অতিরিক্ত শ্রম, সময় ও পরিবহন খরচ বাড়ায় ফসল উৎপাদনের মূল্যের তুলনায় কৃষকরা পড়ছেন লোকসানে। এলাকার অনেক কৃষক ইতোমধ্যেই কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ভাবনা ভাবছেন।
এলাকাবাসীর দাবি, পূর্বে ব্যবহৃত ওই যোগাযোগপথ একটি প্রভাবশালী মহল ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিয়েছে। বারবার বৈঠক করেও সমস্যাটির কোনো সুরাহা হয়নি।
স্থানীয় কৃষক ও এলাকাবাসী জোর দাবি জানিয়ে বলেন, “ডিসি মহোদয়, ইউএনও মহোদয়, এসিল্যান্ড মহোদয়সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত এই ১৭০ ফিট রাস্তার সুষ্ঠু সমাধান করে নামাপাড়ার কৃষকদের বাঁচান।”
জানা গেছে, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এসিল্যান্ড ইতোমধ্যে সমস্যাটি সম্পর্কে অবগত হয়েছেন।
কৃষকরা সতর্ক করে বলেন, “যদি দ্রুত রাস্তা খুলে না দেওয়া হয়, তাহলে আমরা আমরণ অনশনসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
এলাকার কৃষি বাঁচাতে জরুরি ভিত্তিতে সমাধানের দাবি জানিয়েছে নামাপাড়া এলাকার সাধারণ মানুষ।

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।