প্রকাশের সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ । ১২:০৪ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

দায়িত্বে নিষ্ঠা– ধারাবাহিক সফলতায় আবারও পুরস্কৃত কোতোয়ালী থানার এসআই সোহেল রানা

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার নিয়ন্ত্রণাধীন ৩নং পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালনরত উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ধারাবাহিক সাফল্যের জন্য আবারও পুরস্কৃত হয়েছেন। জনস্বার্থে পুলিশি সেবা প্রদান, মামলা তদন্তে দক্ষতা, পেশাদার চোর ও ছিনতাইকারী চিহ্নিতকরণ, মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ দীর্ঘদিনের ওয়ারেন্ট তামিলে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে এই স্বীকৃতি এনে দিয়েছে।

রবিবার (২৩ নভেম্বর ২০২৫) ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম আনুষ্ঠানিকভাবে চতুর্থবারের মতো এসআই সোহেল রানাকে পুরস্কার প্রদান করেন। দায়িত্ব পালনে তার নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের বিশেষ প্রশংসা করে পুলিশ সুপার তাকে আরও উৎসাহিত করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা এসআই সোহেল রানার এই অর্জনকে ময়মনসিংহ জেলা পুলিশের সামগ্রিক সাফল্যের অংশ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয় এলাকাবাসীর মতে, এসআই সোহেল রানার নেতৃত্বে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে এবং পুলিশি সেবার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন