প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ । ৭:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, লিফলেট বিতরণে দুইজন গ্রেফতার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহের সদর উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকায় হঠাৎ করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে ও লিফলেট বিতরণ করে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে লিফলেট বিতরণে জড়িত দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুর রহমান (৬০), পিতা ছবেদ আলি, গ্রাম চর শ্যামরামপুর এবং মোঃ চান মিয়া (৪০), পিতা মৃত জনাব আলি @ জৈনুদ্দিন, গ্রাম আব্দুল্লাহপুর।

কোতোয়ালী মডেল থানার চৌকস এস আই এবং পরানগঞ্জ এলাকার বিট অফিসার আব্দুর রহিম জানান, “রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন