প্রকাশের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ । ১২:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

উত্তরায় নিষিদ্ধ মিছিলে অংশ নিয়ে ঈশ্বরগঞ্জে তিন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে রাজধানীর উত্তরায় মিছিলে অংশ নেওয়ার পর রাতে নিজ এলাকায় ফিরে গ্রেপ্তার হয়েছেন তিন নেতা-কর্মী। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০) এবং মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা তিনজনই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার সকালে তাঁরা রাজধানীর উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত মিছিলে অংশ নেন। পরে রাতে নিজ এলাকায় ফেরার পর তাঁদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষণার পরও ছাত্রলীগের নাম ব্যবহার করে রাজনৈতিক তৎপরতা চালানোয় ময়মনসিংহ জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানো হয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন