প্রকাশের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ । ৬:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

ময়মনসিংহে অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে ধর্ষণ, আসামী আটক

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর আসাদ মার্কেটের দোতলায় অবস্থিত আসাদ হোটেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ নম্বর ওয়ার্ডের ভার্সিটি এলাকার আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে যায় হুমায়ুন। পরে হোটেলের দোতলায় কক্ষে তাকে ধর্ষণ করে।

মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হুমায়ুনকে হাতেনাতে আটক করে এবং পুলিশের কাছে সোপর্দ করে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিব্বিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমায়ুন ধর্ষণের কথা স্বীকার করেছে।

ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন এবং ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন