প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ । ৭:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

ময়মনসিংহ নগরীর অলকা নদী বাংলা মার্কেটে কোটি টাকার মোবাইল চুরির রহস্য উদঘাটন, ডিবির জালে ৩ চোর

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড়ে অলকা নদী বাংলা মার্কেটে সংঘটিত আলোচিত মোবাইল চুরির ঘটনাটির রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি।

গত ১৮ জুন গভীর রাতে অলকা নদী বাংলা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত ‘জিরো পয়েন্ট বাইসেল এক্সচেঞ্জ’ নামের মোবাইল দোকানের শাটারের তালা কেটে চোরেরা হানা দেয়। তারা দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৪৩টি স্মার্টফোন ও নগদ ৮ লক্ষ টাকা লুট করে নেয়। চুরি হওয়া ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লক্ষ টাকা।

ঘটনার পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম অ্যান্ড অপস)-এর দিকনির্দেশনায় ডিবির একটি চৌকস দল অভিযান শুরু করে।

অবশেষে ১২ অক্টোবর কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১। মোঃ বাদশা চৌধুরী (২৬), পিতা আব্দুর রাজ্জাক, সাং কালা মিয়া বাজার, থানা বাকুলিয়া, চট্টগ্রাম।

২। মোঃ শাহিন (২৫), পিতা মৃত আজিজুল হক, সাং গোহারুয়া, থানা লাঙ্গলকোট, কুমিল্লা।

৩। মোঃ আবুল খায়ের (২৭), পিতা মৃত নূর আলম, সাং পেরুল দীঘিরপাড়, থানা লালমাই, কুমিল্লা।

পুলিশ সূত্রে জানা যায়, আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদের সময় প্রধান আসামি বাদশা চৌধুরী ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

ডিবি জানায়, চুরির ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার ও চুরি যাওয়া মোবাইল উদ্ধারের অভিযান এখনো চলমান।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন