জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শাপলা না পাওয়ার যেহেতু কোনো আইনগত কারণ নেই, তাই আমরা বিশ্বাস করি না যে শাপলা পাব না।’
তিনি বলেন, ‘যদি আমাদের শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে সেটা হবে স্বেচ্ছাচারিতা ও অন্যায় আচরণ। এটা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে হতে দেওয়া হবে না। প্রয়োজনে এনসিপি রাজপথে আন্দোলনে নামবে।’
মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটরিয়ামে এনসিপি জেলা সমন্বয় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম। পরে তিনি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ সময় সারজিস আলম বলেন, ‘যে নির্বাচন কমিশন অন্যায়ভাবে কাউকে একটি প্রতীক থেকে বঞ্চিত করতে পারে, সেই কমিশনের অধীনে কখনোই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই ওই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।’
সংগঠনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সংগঠনিক সক্ষমতা বৃদ্ধির কাজ করছি। অতীতে টাকার বিনিময়ে নমিনেশন দেয়ার যে দূষিত সংস্কৃতি তৈরি হয়েছিল, সেই পথে আমরা যেতে চাই না। আমরা ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের দিয়ে জেলা থেকে ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনে কাজ করছি। বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রতিটি আসনে জয়ের জন্য যোগ্য প্রার্থী দিতে পারব।’
আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাপলা প্রতীক নিয়েই এনসিপি আগামী নির্বাচনে অংশ নেবে। কয়েকটি আসনের জন্য জোট বা ঐক্যের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না।’
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘আমরা উচ্চকক্ষে পিআর চাই, কিন্তু নিম্নকক্ষে তা চাই না।’
সভায় আরও বক্তব্য দেন— এডভোকেট জাবেদ রাসিন, আশিকিন আলম, এডভোকেট এটিএম মাহবুবুল আলম, এলাহী খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।