প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ । ২:২১ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

ময়মনসিংহে যুবলীগ নেতা জহিরুল গ্রেফতার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ সদরের চর নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর কোতোয়ালী থানার চৌকস পুলিশ অফিসার এস আই মুস্তাফিজ সংগীয় ফোর্সসহ সাহেব কাচারী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম মাস্টার ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক মতিউর রহমান ফয়সালের একনিষ্ঠকর্মী ও চরাঞ্চলের অপরাধ চক্রের অন্যতম নায়ক সিদ্দিকুর রহমান শাহিনের ঘনিষ্ঠ সহচর জহিরুল ইসলাম। সে আওয়ামীলীগ নেতা আব্দুস সালামের পুত্র।

যুবলীগ নেতা জহিরুল ইসলামকে গ্রেফতার করায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলম ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিবিরুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ।

সেই সাথে এলাকায় শান্তির লক্ষ্যে রফিকুল ইসলাম মাস্টার, মতিউর রহমান ফয়সাল, সিদ্দিকুর রহমান শাহিনসহ এলাকার বিশৃংখলা সৃষ্টি কারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোড় দাবি জানিয়েছেন সমাজের সুশীল সমাজ।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন