প্রকাশের সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ । ৭:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আঃ রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ শ্রমিক অধিকারের পরিষদের সভাপতি আঃ রহমানের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে শ্রমিক অধিকারের পরিষদের আয়োজনে মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) ২০২৫ তারিখে সন্ধ্যায় ময়মনসিংহ জিরো পয়েন্টে ও বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন ময়মনসিংহ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুল হাই আকন্দ, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সরদার, ময়মনসিংহ গণঅধিকার পরিষদের মহানগর শাখার প্রস্তাবিত কমিটির সভাপতি এইচ এম আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক কাঞ্চন আহমদ, গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক আবু তাদের, যুব অধিকার পরিষদ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মনির হোসেন, ছাত্র অধিকার পরিষদের জয়নাল আবেদীন, শাহ সুলতান মিয়া, একরাম হোসেন, সাইদুল ইসলাম, হাসমত আলী হাসু, আমির খান, সাগর, তুফায়েল প্রমুখ।

নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিক নেতা আবদুর রহমানের উপর হামলার আসামী গ্রেপ্তারসহ দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন