প্রকাশের সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ । ২:১৩ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

অভিযানের পর ধর্মঘটে অ্যাম্বুলেন্সচালকেরা, ময়মনসিংহ মেডিকেলের রোগীদের দুর্ভোগ

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার বেসরকারি অ্যাম্বুলেন্সচালকেরা ধর্মঘটে নেমেছেন। আজ শনিবার বেলা ১১টায় শুরু হওয়া এই ধর্মঘটের কারণে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন রোগীরা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে যত্রতত্র পার্কিংয়ের অভিযোগে একটি অ্যাম্বুলেন্সকে জরিমানা ও কয়েকটি অ্যাম্বুলেন্স আটকের প্রতিবাদে চালকেরা এই ধর্মঘটের ডাক দেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে ১৫০টির মতো বেসরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। হাসপাতালের অভ্যন্তর ও সামনের সড়কে রেখে রোগী পরিবহন করে এসব অ্যাম্বুলেন্স। হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগের পাশে পাঁচটি অ্যাম্বুলেন্স ও দুটি লাশবাহী অ্যাম্বুলেন্স রাখার অনুমতি দিলেও সব সময় রাখা হয় ২০টির বেশি। এতে রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়। আজ বেলা ১১টার দিকে হাসপাতালের অভ্যন্তরে ট্রাফিক ‍পুলিশ ও হাসপাতাল প্রশাসন অভিযান চালায়।

জাহাঙ্গীর আলম নামের এক অ্যাম্বুলেন্সচালক বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ ভেতরে ১০টি গাড়ি রাখতে অনুমতি দিয়েছে। কিন্তু আজ বেলা ১১টার দিকে কোনো কিছু না বলে পাঁচটি অ্যাম্বুলেন্সে শিকল দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। এরপর আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। আমাদের হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্স রাখার সুযোগ না দিলে ধর্মঘট চলবে।’

বিকেলে হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে অটোরিকশা ও ভ্যানে রোগী আনা–নেওয়া করতে দেখা যায়। এ সময় একটি অটোরিকশা দিয়ে লাশ নিয়ে যেতে দেখা যায়।

ময়মনসিংহ অ্যাম্বুলেন্সচালক সমিতির সাবেক সভাপতি সেলিম মিয়া বলেন, ‘রোগীদের স্বার্থে আমাদের অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালের ভেতরে থাকতে দেওয়া উচিত। হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্স রাখার জায়গা দিলে এমন কোনো ক্ষতি হবে না। হাসপাতালের নতুন ভবনে আন্ডারগ্রাউন্ডে আমাদের অ্যাম্বুলেন্স রাখতে দিলে আমরা কিছু টাকাও দিতাম। কিন্তু কর্তৃপক্ষ তা মানছে না।’

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন