
ময়মনসিংহে ভুয়া কাবিননামায় ৪ বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে নগরীর চরপাড়া এলাকার শাহজাহান মন্ডলের ছেলে শান্ত হক মন্ডলের বিরুদ্ধে।
জানা যায়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় হিন্দু সম্প্রদায়ের কন্যা মৈত্রী রায়ের সাথে। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠায় ধর্মান্তরিত করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
পরবতীর্তে পারিবারিকভাবে বনিবানা না হলে এবং ছেলে যৌতুক দাবী করলে মেয়ের সাথে সংসার করবে না বলে চলে যায়। এরই প্রেক্ষিতে আদালতের যৌতুক মামলা দায়ের করতে গিয়ে প্রকাশ হয় কাবিননামাটি ভুয়া। পরে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি ধর্ষণ মামলার অভিযোগ দায়ের করেন নওমুসলিম তায়েবা।
থানার অভিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নির্দেশে চৌকস এস.আই মাকসুমুল হাসান খালিদ নগরীর চরপাড়া থেকে প্রতারক শান্ত হক মন্ডলকে আটক করে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে, যার নং- ৪৮(৯)২৫। আসামী শান্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।