ময়মনসিংহের সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ সাহেব কাচারী বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বেলা ১১ ঘটিকায় লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।