প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫ । ২:৫৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ভিত্তিহীন অভিযোগে অপপ্রচার, সত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন এস আই রিপনের

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহে সদর উপজেলা সিরতা ইউনিয়নে একজন যুবকের বিরুদ্ধে গরু চুরির মিথ্যা অভিযোগ তুলে থানায় ডেকে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে কোতোয়ালী মডেল থানার এস. আই. রিপনের বিরুদ্ধে। এমন ভিত্তিহীন মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম মাত্র বিভিন্ন অনলাইনে সংবাদ আকারে প্রকাশ করে পুলিশকে টার্গেট করে হেনস্থার চেষ্টা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি মহল।

সচেতন মহল মনে করছেন, দেশের পট পরিবর্তনের পর কিছু অসাধু ব্যক্তি ফেইসবুককে পুঁজি করে সাংবাদিক দাবিদার হিসেবে দাবড়িয়ে বেড়িয়ে তাদের মূল টার্গেট এখন পুলিশ। প্রশ্ন উঠেছে এরা কারা? আদৌ কি এরা সাংবাদিক নাকি পুলিশকে শায়েস্তা করার জন্যে সুবিধাবাদী একটি চক্র এসব অপকর্মে লিপ্ত হয়েছে।

জানা যায়, গত ২৬/০৭/২০২৫ ইং তারিখ ৯৯৯ এ কলের ভিত্তিতে অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবীরুল ইসলামের নির্দেশে সরেজমিনে গিয়ে এস. আই. রিপন চন্দ্র সরকার গরু চোর সন্দেহে মো: হাফিজ উদ্দিনের ছেলে হাসান উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসেন এবং ঘটনাটি জিডিতে নোট দেন যার জিডি নং ২৬৯৮। ঘটনা তদন্তকালে একজন রাজনৈতিক নেতার জোর তৎবির ও তার বাপের লিখিত জিম্মায় আসামী এবং আসামীর ব্যবসায়িক পার্টনার সবুজকে থানা কর্তৃক তলব করা মাত্রই থানায় উপস্থিত থাকার শর্তে ছেড়ে দেয়া হয় এবং ঘটনাটি ২৭/০৭/২০২৫ তারিখ ২৮০৩ নং জিডিতে নোট নেয়া হয়। তাৎক্ষণিক একটি চক্র গরু চোরকে আটক করে এক লাখ ১৯ হাজার নিয়ে ছেড়ে দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার এস. আই. রিপন চন্দ্র সরকার।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন