প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ । ৯:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ব্রাহ্মপল্লী ‘হেলথ কেয়ার (প্রা:) হাসপাতালে ‘ পরিকল্পিত হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ!

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানাধীন চড়পাড়া এলাকায় ব্রাহ্মপল্লী রোডে অবস্থিত বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান “হেলথ কেয়ার (প্রাঃ) হাসপাতাল” চাঁদাবাজি ও মানহানিমূলক ষড়যন্ত্রের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রঞ্জয় নন্দী থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানান, সম্প্রতি রেজাউল করিম রেজা নামক এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার সঙ্গী কবির, ফাহাদ ও লিটন-কে নিয়ে ক্লিনিকে এসে এক প্রসূতি রোগীর চিকিৎসা না দেওয়ার মিথ্যা অভিযোগে চাপ সৃষ্টি করে এবং একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করে।

রঞ্জয় নন্দীর ভাষ্য মতে, “রেজা ও তার সঙ্গীরা একটি মিথ্যা ঘটনা সাজিয়ে ক্লিনিকের কার্যক্রমে হস্তক্ষেপ করেছে। তারা হুমকি দিয়েছে টাকা না দিলে ক্লিনিকের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাবে।”

তিনি আরও জানান, রোগীটি (রোজিনা, স্বামী লুৎফর রহমান) তার পরিচিত এক শিশু ডাক্তারের মাধ্যমে ক্লিনিকে ভর্তি হন। গাইনী সার্জনের পরামর্শে একটি ‘আল্ট্রা’ (চিকিৎসা-সম্পর্কিত নির্দেশনা) যাচাই করতে চাওয়া হলে রোগীর পক্ষের লোকজন তা প্রদর্শনে অনীহা দেখায় এবং পরে নিজেরাই রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যান।

পরবর্তীতে রেজা ও তার দল ক্লিনিকে এসে চাঁদার দাবিতে হুমকি দিয়ে বলেন, “টাকা না দিলে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ক্লিনিকের সুনাম নষ্ট করা হবে।” অভিযোগে উল্লেখ করা হয়েছে, “কামাল” ও “মফিদুল আলম লাভলু” নামক ফেসবুক আইডি থেকে ক্লিনিকের সাইনবোর্ডসহ বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করা হয়, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করছে।

ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত চাঁদাবাজি ও মানহানির ষড়যন্ত্র। এর ফলে ক্লিনিকের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ক্লিনিক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পুরো ঘটনাটি ক্লিনিকের সি.সি. ক্যামেরায় ধারণকৃত আছে এবং স্বাক্ষীদের মাধ্যমে ঘটনার সত্যতা প্রমাণ সম্ভব।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবীরুল ইসলাম জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন