
গাজীপুরের শ্রীপুরে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে এক গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম সাদিয়া আক্তার মিতু (২৫)। তিনি শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মিটালু এলাকার সোহেল ফকিরের স্ত্রী।
নিহতের মা মোছাঃ বিলকিস আক্তার শ্রীপুর থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানান, প্রায় ৭/৮ বছর আগে তার মেয়ের বিয়ে হয় সোহেল ফকিরের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মিতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল শ্বশুরবাড়ির লোকজন। কয়েক দফায় টাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। সর্বশেষ ৫ লাখ টাকা যৌতুকের দাবি মানতে অস্বীকৃতি জানানোয় মেয়েকে পরিকল্পিতভাবে বিষপান করিয়ে হত্যা করা হয়।
গত ২৬ জুলাই দুপুর আনুমানিক ৩টার দিকে মিতুকে বিষপান করানো হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। পরে অসুস্থ অবস্থায় মিতুকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিতুর মামা ইন্জিনিয়ার উজ্জ্বল মাহমুদ বলেন, আমার ভাগ্নীকে পরিকল্পিত ভাবে পরিবারের লোকজন বিষ খাইয়ে হত্যা করেছে। মামলা নং ৫২/২৭ই জুলাই ২০২৫ইং করার পরেও থানা পুলিশ তদন্তে যাননি বলে দুঃপ্রকাশ করেন।
এ ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সোহেল ফকির পলাতক রয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ভিকটিমের মা’য়ের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন নিহতের পরিবার। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।