প্রকাশের সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ । ১২:৫৯ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ নেতা মাদকাসক্ত গার্ড শফিকুলসহ একাধিক গার্ডের ডোপটেষ্ট করানোর দাবি উঠেছে

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ রেলওয়ে গার্ড মাদকাসক্ত শফিকুলসহ একাধিক গার্ডের ডোপটেষ্ট করানোর দাবি উঠেছে কর্মকর্তা কর্মচারীদের মাঝে। এ নিয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন জংশনে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।

ট্রেনের গার্ড শফিকুল ইসলামসহ একাধিক ব্যক্তি নিয়মিত মাদকাসক্তির মরণ নেশায় ঝুঁকে পড়লেও এদের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষ কোন ব্যবস্থাই নিচ্ছে না। এদের কোন বিচার হচ্ছে না বলে অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। জনশ্রুতি রয়েছে মাদক ব্যবসায়ীদের ইয়াবা গাজা সহ বিভিন্ন মাদকের বড় চালান নিরাপদে এদের মত গার্ড (পরিচালক) বহন করে এক স্থান থেকে অন্য স্থানে বহন করছে বলেই মাদকের বড় বড় চালান রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এ সকল ব্যক্তিরা যখন ট্রেনের দায়িত্ব পালন করে তখন গোয়েন্দা নজরদারি করলেই রহস্যের উম্মোচন ঘটবে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা কর্মচারী।

অপরাধ কর্মকান্ডে জড়িয়ে বুক চিতিয়ে চাকরি করে যাচ্ছে এই শফিকুল ইসলাম। এই শফিকুল ইসলাম রেলওয়ে শ্রমিক লীগ ময়মনসিংহ শাখা রেজি: বি ৩২০ এর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। তার শ্বশুর ময়মনসিংহ মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি (মেয়াদ পূর্তি ) হওয়ায় বর্তমান ডিউটি ঢাকা এবং ময়মনসিংহের পরিদর্শক টিইটি শাহীনও ভয়ে কোন কিছু করতে পারছে না।

গতকাল (২৫ জুলাই) সকাল ১০:১০ ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ৭৭৮ ডাউন ট্রেন পরিচালক কন্টারক্টর শফিক গার্ড ট্রেন নিয়ে ঢাকায় পৌঁছে এবং যথারীতি আবার ট্রেন ৭৭৭ আপ রাতে ২২:১০ মিনিটে ঢাকা থেকে মোহনগঞ্জ এর উদ্দেশ্য ছেড়ে আসে। মোহনগঞ্জ থেকে সকাল ০৮:০০ ছেড়ে আসার সময় কর্তব্যরত ওয়ার্কিং গার্ড তাকে মিসিং পেয়ে ঢাকা কন্ট্রোলকে অবগত করে এবং ঢাকা ডিউটি তাকে বুকঅফ করে আগামী কর্মদিবসে স্বশরীরে হাজির হতে কন্ট্রোল অর্ডার দিয়েছে। কন্ট্রোল অর্ডার নম্বর ৪৮০।

তাই গার্ড শফিককে নিয়ে গিয়ে তার ডোপটেস্ট করতে রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে কর্মকর্তা কর্মচারীগণ। এছাড়াও সরেজমিনে তদন্ত করতে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের বিভিন্ন সেকশনের কর্মকর্তা কর্মচারীদের নিকট আরো কিছু তথ্য পাওয়া গেছে। অন্যান্য ট্রেনের দায়িত্ব পালন করা পরিচালক যেমন, গার্ড সালাম গাজায় আসক্ত, গার্ড অনিক রহমান ইয়াবায় আসক্ত, গার্ড মাসুদ আহমেদ অভি ইয়াবায় আসক্ত, গার্ড শফিকুল ইসলাম ইয়াবায় আসক্ত।

এসকল মাদকাসক্ত ট্রেনের পরিচালক (গার্ড) হিসাবে দায়িত্ব পালন করালে এদের কৃতকর্মের কারণে ট্রেন যাত্রায় বিলম্ব সহ নানা দুর্ঘটনা এবং ভোগান্তি হতে পারে যাত্রীদের। এদের প্রত্যেকের ডোপটেষ্ট করিয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরী মনে করছে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীগণ।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন