প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫ । ৬:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহে প্রগতি ফিড লিঃ এর এমডি’র বিরুদ্ধে থানায় অভিযোগ

ইউটিভি ডেস্ক রিপোর্ট ।।

মৎস্য হ্যাচারী ও প্রগতি ফিড লিঃ দেখিয়ে বিভিন্ন কৌশলে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদরের চর নিলক্ষীয়া ইউনিয়নে ভাই ভাই ফিস সীড প্লান্ট ও প্রগতি ফিড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মৃত তৈয়ব আলীর ছেলে মোঃ লুৎফর রহমানের বিরুদ্ধে।

তার প্রতারণা ও আওয়ামী রাজনীতির ক্ষমতার দাপটে নিঃস্ব হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার। দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না কোন সুরাহা। অনেকেই আইনের দ্বারস্থ হচ্ছেন আবার অনেকেই বিশ্বস্ততায় লেনদেন করে হচ্ছে প্রতারণার স্বীকার।

জানা যায়, মৃত তৈয়ব আলী ছিলেন জাতীয় পার্টি চর নিলক্ষীয়া ইউনিয়ন শাখার সভাপতি। ছেলে লুৎফর রহমান ২০১৯ সালে মৎস্য উৎপাদনে রাষ্ট্রীয় স্বর্ন পদক অর্জন করে পতিত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহন করে যেন পেয়েছেন হাতে আকাশের ছোঁয়া। শেখ হাসিনার হাতে পুরস্কারের ছবি হ্যাচারীর সামনে বড় আকারের ফ্যাস্টুন লাগিয়ে শুরু হয় তদবির বানিজ্য। যুবলীগ নেতা পাঠান রাসেলের সাথে সম্পর্কের জেরধরে হয়ে উঠে ময়মনসিংহ সদর-৪ সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর আস্থাভাজন। ইউনিয়ন যুব লীগের সহ সভাপতি জহিরুল ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিককে দিয়ে ঘরে তুলে তার লাঠিয়াল পেটুয়া বাহিনী। শুরু হয় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা। ততক্ষণে তার ব্যবসায়ী লেনদেনের পাওনাদারদের নাম চলে যায় ভুক্তভোগীর তালিকায়।

লেনদেনের চেক ও স্ট্যাম্পে ডকুমেন্টস থাকার পরেও আদালতে দ্বারস্থ হওয়ার সাহস করার ছিলনা কোন সুজুগ, তার পেটুয়া বাহিনীর সদস্য জহিরুল ও আশিকের রক্তচক্ষুর ভয়ংকর চাহনিতে অনেকের অবস্থা যেন ভিক্ষা চাইনা কুকুর ফেরাই। আর ডকুমেন্টস ছাড়া লেনদেনের পাওনাদারদের তো টাকা চাওয়া মানেই যেন যমদূতের কাঠগড়ায় দাঁড়ানো। নিরবে অশ্রুশিক্ত নয়নে বুকে কষ্টের পাথর চাপা দিয়ে রয়েছে বিধাতার বিচারের অপেক্ষায়।

বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে লুৎফর রহমানের সৈরাচারী আচরণে মুখ খুলতে না পারলেও দেশের পটপরিবর্তনের পর বেরিয়ে আসছে থলের বিড়াল।

সম্প্রতি ময়মনসিংহ গৌরীপুর উপজেলার চর শ্রীরামপুর গ্রামের ফিসারীর মালিক মোঃ দুলাল মিয়ার পাওনা টাকা না দেওয়ায় ভুক্তভোগী দুলালের ছোট ভাই মোঃ জয়নাল আবেদীন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলাম জানিয়েছেন লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন