প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ । ২:০৭ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ১ হাজার লিটার মদ উদ্ধার, গ্রেফতার-১৫

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নগরীর রমেশসেন রোডের (নিষিদ্ধ পল্লী)’র একাধিক বাড়ী তল্লাশি করে ১০০০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। নগরবাসীর মতে, গত ৫ আগস্টের পর এটিই সর্বোচ্চ উদ্ধার অভিযান। ঘন্টাব্যাপী অভিযানে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম নিজেই নেতৃত্ব দেন। শহরে আলোচনার ঝড় উঠেছে শিবিরুল ইসলাম ওসি হিসেবে কোতোয়ালী মডেল থানায় যোগদান করে প্রতিদিন পুলিশি অভিযান অব্যাহত থাকায় চুরি, ছিনতাই কমে এসেছে।

চুরি ছিনতাই রোধসহ তাদেরকে আইনের আওতায় আনতে থানায় যোগদান করেই টানা অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী, চোর ও ছিনতাইকারীদের গ্রেফতার করছে পুলিশ। অনেকেই দাবি করছেন পুলিশের ভয়ে নগরী ছেড়ে পালাতে বাধ্য হয়েছে মাদক, চোর, ছিনতাইকারীরা। রমেশসেন রোডে প্রায় ১১ মাস পর বড় ধরনের মাদক বিরোধী এই অভিযানের ফলে মাদকের ভয়াবহতা কমে আসবে বলে নগরবাসী মনে করছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, যেখানেই মাদক সেখানেই অভিযান হবে। চোর, ছিনতাইকারী ও মাদক কারবারিদের আস্থানা এই নগরীতে হবে না। তিনি এ জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন