প্রকাশের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫ । ৭:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহে ডিবির অভিযানে অবৈধ পিস্তলসহ গ্রেফতার-১

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অবৈধ বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৬ জুলাই) বিভাগীয় নগরীর কাঠগোলা এলাকা থেকে এই অস্ত্রধারীকে গ্রেফতার করে পুলিশ। সে কাঠগোলা এলাকার গলগন্ডার জনৈক সনোয়ারের নির্মাণাধীন হাফ বিল্ডিং বাড়ির ভাড়াটিয়া। তার নাম মোহাম্মদ সজীব মিয়া। সে মুক্তাগাছা পাইক্কা শিমুলিয়ার লাল মিয়ার ছেলে।

ডিবির ওসি মফিদুল ইসলাম জানান, পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশে অপরাধমুক্ত ময়মনসিংহ গড়তে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ডিবি পুলিশ মাদক, চুর, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজ গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে ওসি ডিবি মোঃ মহিদুল ইসলাম অফিসার্স সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাতে বিভাগীয় নগরীর কাঠগোলা বাজারের গলগন্ডা নামক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি অবৈধ বিদেশি অস্ত্র ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করা হয়। তার নাম সজিব মিয়া।

ডিবির ওসি আরো বলেন, ময়মনসিংহে কোন অবৈধ অস্ত্রবাজ, মাদক কারবারী, চোর, ছিনতাইকারী ও ঠ্যাকবাজদের ঠাঁই হবে না। ডিবিসহ জেলা পুলিশ অবিরাম মাঠে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা কামনা করেছেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন