প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫ । ১২:২১ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সিটি কর্পোরেশন এড়িয়াতে অনুমতিবিহীন (উঁচু) বিল্ডিংগুলো শনাক্তকরণের কাজ চলমান রাখতে বলেছেন: ডিসি মুফিদুল আলম

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় রবিবার (২২জুন) জেলা প্রশাসকের সভাপতিত্বে ময়মনসিংহ জেলার অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন

আমরা প্রত্যেকেই একেকটা দপ্তরের প্রধান। আমরা যদি প্রত্যেকে নিজ জায়গা থেকে উদ্যোগ নেই, তাহলেই ময়মনসিংহের সাধারণ মানুষ ভালো থাকবে। অন্যথায় সাধারণ মানুষের দূর্ভোগ বাড়তেই থাকবে। আপনারা সকলে সাধারণ জনগণের কল্যাণে কাজ করুন। তাদের কথা বিবেচনায় জনস্বার্থে কাজ করুন। দেশটা আমাদের সবার, সবাই মিলে দেশটাকে ভালো রাখতে হবে।

সভাপতি যানজট নিরসনে রাস্তা মেরামতের নির্দেশ দেন। অবৈধ দোকানপাট উচ্ছেদে কেন দৃশ্যমান পদক্ষেপ নেই তার বিষয়েও জানতে চান। বর্তমানে ডেঙ্গু এবং করোনার উৎপাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। লার্ভিসাইড প্রয়োগ ও জনসচেতনতার উপর জোর দিতে বলেন সিটি কর্পোরেশনকে এবং সিটি এড়িয়াতে অনুমতিবিহীন (উঁচু) বিল্ডিংগুলো শনাক্তকরণের কাজ চলমান রাখতে হবে।

সড়ক ও জনপথ বিভাগ দেশের জনসেবায় সরাসরি জড়িত উল্লেখ করে সভাপতি বলেন, হাইওয়ে রাস্তায় প্রয়োজনীয় গতিরোধক এবং রং করণ যেন অতিসত্বর সম্পন্ন করা হয়। দুর্ঘটনাপ্রবণ তারাকান্দা এবং ফুলপুর উপজেলায় কেন একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে স্কুলের বিতর্কিত নাম চিহ্নিতকরণ এবং সেগুলো পরিবর্তনের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন সভাপতি। ইউকেলিপ্টাস এবং আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ। এসব গাছগুলো কর্তনের বিনিময়ে সরকার প্রণোদনা দিচ্ছে বলে জানানো হয়। এছাড়াও জেলার অন্যান্য সরকারি দপ্তরকে তার নিজ নিজ ক্ষেত্রে জনস্বার্থে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন সভাপতি।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন