প্রকাশের সময়: সোমবার, ২ জুন, ২০২৫ । ৭:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের অভিযান ৯,৮৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ রোহিঙ্গা গ্রেফতার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

রবিবার (১ মে ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি এর সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকাস্থ ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের উপর চট্টগ্রাম হতে নেত্রকোণাগামী শামীম এন্টারপ্রাইজ পরিবহন নামীয় যাত্রীবাহী বাসে তল্লাশী করে মাদক ব্যবসায়ী ১/ ফরিদ আলম (৪৯), পিতাঃ দ্বীন মোহাম্মদ, মাতাঃ ছালেমা খাতুন, ২/ নুর মোহাম্মদ (২২), পিতা- ফরিদ আলম, মাতা- তৈয়বা বেগম, উভয়ের সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা- উখিয়া , জেলা- কক্সবাজার দ্বয়কে (৫,০০০+৪,৮৬০)=৯,৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।

অতঃপর উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন