
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ০৩ /০৫/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান।
এসআই (নিঃ) ফিরোজ আলী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ সুজন মিয়া (৩০), পিতা-আঃ রহমান, মাতা-হামিদা স্থায়ী : গ্রাম-চর জেলখানা, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই (নিঃ) কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। ইব্রাহিম(২১), পিতা-সিরাজ, মাতা-লিজা, সাং-বয়ড়া বেপারীপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। রাকিব (২৫), পিতা-মোঃ মোবারক হোসেন, মাতা-রহিমা বেগম, ২। শামছুল আলম (৩৫), পিতা- মুন্নাফ আলী, মাতা-শামছুন্নাহার, উভয় সাং-চর ঈশ্বরদিয়া (ঋষিপাড়া) ৩১নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মানব পাচার মামলার আসামী ১। শাহজাহান কবির (৩৫), পিতা-জবান আলী, সাং-ধানীখোলা, থানা-ত্রিশাল, থানা-ময়মনসিংহ, বর্তমান ঠিকানা-চরপাড়া নয়াপাড়া খালপাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। রহিমা আক্তার সাথী (২৮), স্বামী-শাহজাহান কবির, সাং-ধানীখোলা, থানা-ত্রিশাল, থানা-ময়মনসিংহ, বর্তমান ঠিকানা-চরপাড়া নয়াপাড়া খালপাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এএসআই আয়েছ মিঞা সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোঃ মোস্তাক আহম্মেদ (), পিতা-মৃত আঃ গনি মোল্লা, স্থায়ী: গ্রাম- অষ্টধর (বাজার) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।