
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন ময়মনসিংহ টু মুক্তাগাছা গামী রোডে গন্ধর্বপুর, মেইন রোড (নতুন বাজার) অবস্থিত মেসার্স সততা অটো রাইস মিল্স এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে ৩০ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ ১৫.৪৫ ঘটিকায় ৪০ গ্রাম হেরোইন মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ ওয়ালিউল্লাহ (৪০), পিতা-মোঃ উছমান গণি, মাতা-মোছাঃ জমিলা খাতুন, সাং-ইটাচকি, খেরুয়াজানী, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মাদক মামলা আছে।
এসআই(নিঃ) যুবরাজ দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ অপর একটি অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন আঠারোবাড়ী রায়ের বাজারস্থ অগ্রনী ব্যাংক পিএলসি আঠারোবাড়ী শাখার সামনে পাঁকা রাস্তার উপর হইতে ৩০ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ রাত ২১.০০ ঘটিকায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ শরীফ মিয়া (৩৪), পিতা-মোঃ কাঞ্চন মিয়া, মাতা-মোছাঃ হেলেনা আক্তার, সাং-কান্দিপাড়া, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোণাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ৪০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা ও ঈশ্বরগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।