প্রকাশের সময়: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ । ৯:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে মাদক, চাঁদাবাজি ও যুবলীগ সমর্থকসহ গ্রেফতার-১৬: মাদকদ্রব্য উদ্ধার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ২৫ /০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৬ জন আসামী গ্রেফতার করা হয়। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান।

এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ আব্দুল মান্নান (৭৫), পিতা-মৃত আঃ জব্বার, মাতা-মৃত মমতাজ বেগম, ২। মোঃ শাহজাহান (৩৪), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-মোছাঃ জান্নাতুল ফেরদৌস, ৩। মোঃ ছামিরুল হক (৩৮), পিতা-মৃত ঝাড়ু মিয়া, মাতা-মোছাঃ হালিমা বেগম, ৪। মোঃ আরিফুল ইসলাম (২৮), পিতা-মৃত আক্কাস আলী, মাতা-মোছাঃ আয়লা খাতুন, সর্ব সাং-চর সিরতা পূর্বপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদের নিকট হইতে ০২ কেজি গাঁজা উদ্ধার করেন।

এসআই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দ্রুত বিচার আইনের মামলার আসামী ১। মোঃ মাহফুজুল হাসান অনি(২৮), পিতা-লুৎফুল হাসান ওরফে মাসুম, মাতা-জিনাত সালমা, সাং-৭৫নং নাহা রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মোহাম্মদ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চাঁদাবাজি মামলার আসামী ১। আনোয়ার হোসেন ওরফে শরীফ (৪০), পিতা-মৃত নওয়াব আলী, মাতা-আয়েশা খাতুন, সাং-সলিমপুর (সাজু মন্ডলের বাড়ী) থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মোঃ মাকসুমুল হাসান খালিদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতা মামলার আসামী ১। মোঃ সাদাফ(১৯), পিতা-মোঃ হাবিবুর রহমান, মাতা-মোছাঃ নূর বদন, সাং-কুষ্টিয়া প্রথম খন্ড, ২। মোঃ নাহিদ (১৯), পিতা-মোঃ নাজিম উদ্দিন, মাতা-মোছাঃ কুলসুম বেগম, সাং-জিলকী, উভয় থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

কোতোয়ালী মডেল থানার অভিযান টিম কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ হাবিবুর রহমান জরিপ(৩১),(যুবলীগ সমর্থক), পিতা-নুরুল হক, মাতা-আম্বিয়া খাতুন, সাং-চর ঈশ্বরদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া প্রতারণা মামলার আসামী ১। খন্দকার শাহীন প্রেমিত (৩৮), পিতা-খন্দকার আঃ মোতালেব, সাং-৪৬ খন্দকার ভিলা, আকুয়া ওয়ারলেস, ২৮নং ওয়ার্ড, খানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) মোঃ আব্দুল হক, এসআই সজীব কোচ, এএসআই কামরুল হাসান, সুকান্ত দেবনাথ, ওমর ফারুক, ফরহাদ উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৬ টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।

পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-

১। মোঃ রাকিব (১৪), পিতা-মোঃ দুলাল মিয়া, স্থায়ী: (মধ্যে বাড়েরা মুজিব মার্কেট) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

২। শুক্কুর আলী দেওয়ান রাজু (২৭), পিতা-মোঃ মনির হোসেন, স্থায়ী: গ্রাম- আকুয়া উত্তরপাড়া (ভাঙ্গারপুল) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

৩। মোঃ রকি মিয়া (৩২), পিতা-মৃতঃ চানঁ মিয়া কসাই, স্থায়ী : গ্রাম- শিকারীকান্দা , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

৪। মোঃ রাসেল মিয়া (), পিতা-জুলহাস উদ্দিন, স্থায়ী: (সাং- বীর বওলা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

৫। আব্দুল খালেক বেপারী (৪৩), পিতা-আঃ মোতালেব, স্থায়ী: (সাং-আলালপুর), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

৬। সাজন মিয়া (২২), পিতামৃত-হালিম, মাতা-সুলতানা, সাং-বাঘমারা নাজমা ক্লিনিকের পাশে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন