
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ২১ /০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামী গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান।
এসআই (নিঃ) মাহবুব আলম ফকির সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। এমদাদুল সরকার (৪০),(কুষ্টিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি), পিতা-মৃত আব্দুল আহাদ সরকার, সাং-মধ্যেরচড় কুষ্টিয়া, ২। সারোয়ার হোসেন রাজন (৩৫),(৪নং ওয়ার্ড এর যুবলীগ এর সাধারণ সম্পাদক), পিতা-আব্দুল মাজেদ মেম্বার, সাং-কুষ্টিয়া নদীরপাড়, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। মোঃ মির্জা সোবেদ আলী ওরফে রাজা (৪৩), পিতা-মৃত আব্দুলা হাই, মাতা-মর্জিনা বেগম, সাং-চর ভুরুঙ্গামারী, থানা-ইসলামপুর, জেলা-কুড়িগ্রাম, এ/পি সাং-১৮১ আরকে মিশন রোড, উপজেলা/থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) মোঃ জাবির হোসেন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। মোছাঃ সুমাইয়া খাতুন (২৫), পিতা-মৃত জহিরুল ইসলাম জহির, মাতা-মৃত খোদেজা বেগম, সাং-ভেলামারী, থানা-মাদারগঞ্জ, জেলা-জামালপুর, ২। বর্ষা আক্তার (১৯), পিতা-মৃত ফজল সরদার, মাতা-মোছাঃ সুফিয়া বেগম, সাং-পুষ্টবদ্ধুপুর, থানা-মান্দা, জেলা-নওগা, ৩। পিয়াংকা আক্তার (১৯), পিতা-মোঃ বিল্লাল হোসেন, মাতা-মোছাঃ রিপা আক্তার, সাং-লক্ষীপুর, থানা-লক্ষীপুর সদর, জেলা-নোয়াখালীদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) বিশ্বজিত সূত্রধর সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১ টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোছাঃ মাহমুদা আক্তার আখিঁ (), স্বামী- মোঃ ফরহাদ হোসেন, স্থায়ী: (সাং-ঘুন্টি) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।