
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তিন জনকে উদ্ধার করে। তবে সর্দারনীদের কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি।
উদ্ধারকৃত যৌনকর্মীরা নিজেদেরকে প্রাপ্ত বয়স্ক দাবী করলেও ভোটার আইডি কার্ড হয়নি বলে জানিয়েছে যৌনকর্মীরা। অপরদিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন না করে অবৈধভাবে কিশোরীদের দিয়ে দীর্ঘ দিন ধরে যৌন ব্যবসা পরিচালনা করে আসছে এই তিন সর্দারনী।
থানা পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত ‘তিন’ যৌনকর্মী থানা হাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।