
ময়মনসিংহ মহানগরে আজ ১০ এপ্রিল ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যার প্রতিবাদে একটি বিশাল প্রতিবাদ মিছিল করে। উক্ত মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: কাদির শেখ।
উক্ত মিছিলে অংশগ্রহণকারী সবাই অসহায় নিরস্ত্র ফিলিস্তিনের পাশে থাকার সংহতি প্রকাশ করেন। ইসরাইলের এমন চরম নিষ্ঠুরতার ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল ও সংহতি র্যালী করা হয়।
এছাড়াও এই প্রতিবাদ মিছিল ও সংহতি র্যালির সার্বিক সহযোগিতায় ছিলেন ময়মনসিংহ মহানগরে ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহিন শেখ। নিরীহ ফিলিস্থিনবাসীর জন্য দোয়া ও সমর্থন করার জন্য সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।