
ময়মনসিংহ নগরীর কাচিঝুলি আঞ্জুমান ঈদগাহ পুকুরে অদ্য ০৩/০৪/২০২৫ তারিখ রাত ৮.৩০ ঘটিকায় মোহাম্মদ রায়হান (০৯) নামে শিশু গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে ছেলেটি পুকুরে ডুবে মৃত্যু বরণ করে।
উল্লেখ্য যে, অদ্য ১১.০০ ঘটিকার সময় হতে মোহাম্মদ রায়হান মিয়া (৯),পিতা শাহপরান (৩৫), মাতা শারমিন আক্তার (২৭), গ্রাম: কান্দাপাড়া (বুরোরচর), থানা- সদর, জেলা- ময়মনসিংহ, কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তার পরিবার এক পর্যায়ে জানতে পারে আঞ্জুমান ঈদগাহ মাঠে বন্ধুবান্ধব নিয়ে খেলতে গিয়েছিলো।
এই সূত্র ধরে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুর হতে তার মৃত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
অভিভাবকের অসচেতনতার কারণে এবং সাঁতার না জানার কারণে উক্ত দুর্ঘটনা হয়েছে বলে প্রতিয়মান।