
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ৩০ /০৩/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৫ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ বিল্লাল হোসেন ওরফে বিল্লু(৪০), পিতা-সুরুজ আলী, মাতা-মোছাঃ হাসনা বেগম, সাং-পুরোহিতপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এসআই(নিঃ) মোঃ আন্নান উল আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতি মামলার আসামী ১। মোঃ সিয়াম (২০), পিতা-মোঃ শফিকুল ইসলাম, মাতা-মোছাঃ হাসনা, সাং-তোতাখার ভিটা, থানা-ভালুকা, ২। মোঃ জাহিদ হাসান লাবিদ (২২), পিতা-মোঃ সবুজ মিয়া, মাতা-লিলি, সাং-ভরাডোবা, থানা-ভালুকা, ৩। রাতুল (২৩), পিতা-লিটন, মাতা-আনোয়ারা, সাং-আকুয়া হৃদয় মোড়, থানা-কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ আন্নান উল আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মারপিট সংক্রান্ত মামলার আসামী ১। মোরন চন্দ্র ঋষি(৫০), পিতামৃত-লেবু চন্দ্র ঋষি, মাতা-মৃত মালঞ্চ, সাং-আব্দুল্লাহপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করেন।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।