
ময়মনসিংহের বুড়ােরচর মৃদাপাড়া গ্রামে মাঠে ছাগল চড়ানোকে কেন্দ্র করে ফালানি সহ তার পরিবারের চারজন আহত হয়েছেন।
মূলত পূর্ব শত্রুতার জের ধরে এবং অসহায় পেয়ে ফালানির পরিবারের উপর আক্রমণ করে বাবুল মিয়ার গং রা। আনুমানিক দুটার দিকে যখন মাঠে ছাগলকে খাওয়াতে নিয়ে যায় নিজাম তখন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে বাবুল মিয়া।
বাবুল মিয়ার গালিগালাজ এর প্রতিবাদ করায় নিজামকে বেধর মারধর করতে থাকে বাবুল মিয়াঁ সহ বাচ্চু, মিজান, আনিস ও সেলিনা ।
তখন নিজাম আঘাত পেয়ে মাটিতে পড়ে চিৎকার করতে থাকে তখন তার ছেলে নুর ইসলাম এসে দেখে তার বাবাকে মারছে তখন সে প্রতিবাদ করায় লাঠি সোটা দিয়ে তার উপরেও আক্রমণ করে এতে তার শরীরসহ চোখে রক্ত জমাট বেঁধে যায়। এসব দেখে নুর ইসলামের মা বউ দৌড়ে এসে বাধা দেওয়ায় তাদেরকেও ছাড় দেয়নি বাবুল মিয়ার পরিবার। নিরুপায় এবং অসহায় পেয়ে এভাবেই তাদেরকে মারতে থাকে। পরে এলাকাবাসী তাদেরকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করা হয় এবং ঘটনাটির সত্যতা সাপেক্ষে একটি মামলা রুজো করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান দৈনিক হেমন্ত কালকে বলেন এ বিষয়ে সত্যতা সাপেক্ষে একটি মামলা রুজু করা হয়েছে।আসামিদেরকে ধরতে তৎপর রয়েছে পুলিশ।