
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ১৬ /০৩/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৪ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কুমোদলাল দাস, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। পরেশ চন্দ্র দাশ, পিতা-নগেন্দ্র চন্দ্র দাশ, স্থায়ী: গ্রাম- মহজমপুর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন কেওয়াটখালী এলাকা হইতে গ্রেফতার করে ।
ইহাছাড়াও এসআই (নিঃ) সজীব কোচ, আল আমিন, এএসআই (নিঃ) মাহমুদুল হাসান জামান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। নয়ন দেবনাথ, পিতা-নয়ন দেবনাথ, স্থায়ী: গ্রাম- রাঘবপুর (পো: চর নিলক্ষিয়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
২। পরেশ চন্দ্র দাশ, পিতা-নগেন্দ্র চন্দ্র দাশ, স্থায়ী: গ্রাম- মহজমপুর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৩। মোঃ শাহীন, পিতা-মৃত: ইউনুছ আলী, স্থায়ী: গ্রাম- গোপালনগর (ইউনুছ মোল্লার বাড়ী ) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।