প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ । ৫:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার; মাদক উদ্ধার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ গত ১০ মার্চ ২০২৫ ইং তারিখ রাত ১০.৩০ মিনিটে কোতোয়ালী থানাধীন চরঝাউগড়া এলাকায় অভিযান চালিয়ে ০১ কেজি গাঁজাসহ ০১ জনকে গ্রেফতার করেছে। এবিষয়টি ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ম ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরঝাউগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে ১০ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ ২২.৩০ ঘটিকায় ০১ কেজি গাঁজা মাদক ব্যবসায়ী ১। মোঃ জুয়েল মিয়া (৪৬), পিতা মৃতঃ আব্দুল আলী, মাতা-মোছাঃ আয়েশা খাতুন, সাং-চররঘুরামপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন