
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-১০/০৩/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সজীব কোচ, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ পারভেজ (২৮), পিতা-মোঃ কামরুল ইসলাম, মাতামৃত-পারভীন বেগম, সাং-ঘুন্টির মোড় ০১ নং ওয়ার্ড, ২। আরিফ মিয়া (১৯), পিতা-মোঃ সবুজ মিয়া, মাতা-বিলকিস বেগম, সাং-গোয়ালপাড়া, থানা-ঈশ্বরগঞ্জ, এপি/সাং-চুরখাই বাদুর আলী বাড়ী, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ খায়রুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। উজ্জল মিয়া (৩৫), পিতামৃত-আব্দুল খালেক, মাতা-সুলেমা খাতুন, সাং-গোহাইলকান্দি ০৪ নং ওয়ার্ড, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আল আমীন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ মিজানুর রহমান @ তারেক, ছাত্রলীগের সমর্থক,(২৫), পিতা-আঃ সোবহান, মাতা-আম্মি খাতুন , ঠিকানা: স্থায়ী: (কলেজ রোড) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) কুমোদলাল দাস, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ জুম্মান মিয়া (৩০), পিতা-মোঃ কদম আলী, সাং-কৃষ্টপুর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এএসআই (নিঃ) ওমর ফারুক, এএসআই (নিঃ) সোলায়মান কবির নয়ন, এএসআই (নিঃ) রাসেল ইয়ার খান, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোঃ সোহাগ মিয়া (), পিতা-মোঃ মালেক মিয়া, স্থায়ী: গ্রাম- রঘুরামপুর (শম্ভুগঞ্জ রঘুরামপুর) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। শাহরিয়ার আহম্মেদ মামুন , পিতা-জামাল উদ্দিন, স্থায়ী : গ্রাম- জুবলি রোড (১২/গ, কংগ্রেস জুবলী রোড, (আমানত মেশিন ঘর), ময়মনসিংহ সিটি কর্পোরেশন) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।