প্রকাশের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫ । ৭:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাবেক প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার-৫

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-০৯/০৩/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৫ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) মাসুদ জামালী, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১।মোঃ মাহবুবুর রহমান দুলাল (৫০) (সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ ও সাবেক প্যানেল মেয়র-২), পিতা- মৃত হাবিবুর রহমান, মাতা-মৃত নুরুন্নাহার, সাং-৫১ গোহাইলকান্দি সানকিপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এএসআই (নিঃ) আয়েছ মিঞা, এএসআই (নিঃ) মাহমুদুল হাসান জামান, এএসআই (নিঃ) রাসেল ইয়ার খান, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-

১। মোঃ রাফাইত আহসান (), পিতা-মৃত এ বি এম রফিকুল ইসলাম, স্থায়ী: (সাং- ২২ নং চর পাড়া নয়া পাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

২। মোঃ আহাম্মদ আলী (৫২), পিতা-মৃত-আব্বাস আলী, স্থায়ী : গ্রাম- গোহাইল কান্দি পুর্ব (গোহাইলকান্দি রেললাইন) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

৩। মোঃ রফিকুল ইসলাম (), পিতা-মোঃ আব্দুল আজিজ, স্থায়ী: (হোমেদ আলী রোড, ,) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

৪। লাল মিয়া ওরফে লালন (), পিতা-মোঃ লোকমান বেপারী, স্থায়ী: গ্রাম- ঘাগড়া (বাড়েরারপাড়) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

প্রত্যেক আসামীকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন