প্রকাশের সময়: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ । ৮:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আওয়ামীলীগ নেতা মিন্টু ও বুলবুলসহ বিভিন্ন মামলায় গ্রেফতার-১৩; মাদকদ্রব্য উদ্ধার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-০৭/০৩/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৩ জন আসামী গ্রেফতার করা হয়।

পুলিশ পরিদর্শক কমর উদ্দিন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আমিনুল হক সোহেল (৫৩), (আওয়ামীলীগ সমর্থক), পিতা-এএসএম রুহুল আমিন, মাতা-মৃত উম্মে কুলসুম, সাং-১৮/জি ব্রাহ্মপল্লী, ২। আফতাব উদ্দিন বুলবুল (৪০), (১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের ৩নং সহ সভাপতি), পিতা-মৃত আমির উদ্দিন, মাতা- আম্বিয়া খাতুন, সাং-৪২ নাটকঘর বাইলেন, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয় থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মোজাম্মেল হোসেন, অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ রহমত উল্লাহ মিন্টু(৪০), (আওয়ামীলীগ সমর্থক), পিতা-মোঃ এমদাদুল হক মন্ডল, মাতা-মোছাঃ ফাতেমা খাতুন, সাং-চরকালিবাড়ী ৩২নং ওয়ার্ড (পাওয়ার ষ্টেশনের পাশে), থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে থানা এলাকা হইতে গ্রেফতার করে।

এসআই(নিঃ) বিশ্বজিত সূত্রধর, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। ফরিদ আহম্মেদ লিটন (৪০), পিতামৃত-আঃ জব্বার, মাতা-মোছাঃ নুরজাহান, সাং-খাগডহর ঘুন্টি ঈদ গাহ মাঠ সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে থানা এলাকা হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এসআই (নিঃ) ফিরোজ আলী, অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। শারমিন আক্তার (৪৫), স্বামী-আরিফ রব্বানী, মাতা-খুদেজা বেগম খুদে, সাং-খাগডহর বাঘেরকান্দা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং তাহার নিকট হইতে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

এসআই (নিঃ) সজীব কোচ, অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ আজিজুল হক (৪০), পিতা-মৃত হেলাল উদ্দিন, মাতা-দেলোয়ারা বেগম, সাং-দেওয়ানবাড়ী কাজিশিমলা, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে থানা এলাকা হইতে গ্রেফতার করে।

এসআই (নিঃ) মোজাম্মেল হোসেন, অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ সুমন (২৫), পিতা-মোঃ শরাফ উদ্দিন, মাতা-মোছাঃ মাজেদা খাতুন, সাং-ভবানীপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ পিস টেপেন্ডা ট্যাবলেট উদ্ধার করেন।

এসআই (নিঃ) মাহবুব আলম ফকির, অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ধর্ষন মামলার আসামী ১। রাহাত হাসান পারভেজ (২৭), পিতা- শপিকুল ইসলাম, মাতা- মোছাঃ পারুল বেগম, সাং- রুপাখালী, ইউপি- কুষ্টিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এএসআই (নিঃ) সোলায়মান কবির, অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ মুক্তার হোসেন (৫৫), পিতা-মৃত আরফান আলী, সাং-খাগডহর ঘুন্টি (মাঠপাড়), ২। রতন রায় (২৬), পিতা-মৃত শিবনাথ রায়, সাং-কালিবাড়ী, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) মাসুদ জামালী , এএসআই (নিঃ) ফরহাদ উদ্দিন, সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩ টি পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-

১। মোঃ সুমন, পিতা-মোঃ শরাফ উদ্দিন, স্থায়ী : গ্রাম- চর ভবানীপুর (ভবানীপুর) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,

২। মোঃ আব্দুল জলিল, পিতা-মৃতঃ আবুল জব্বার, স্থায়ী: (খান্ডুর গন্ডিমোড়(মাাঠ খেলার মোড় , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ

৩। তৃনা সিদ্দিকী (৪০), মৃত আহসান সিদ্দিকী, স্থায়ী: (পোভারটি রিসার্চ ডেভেলপমেন্ট সোসাইটি, আকুয়া ভাঙ্গাপুল) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

প্রত্যেক আসামীকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন