প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ । ৫:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ ০৬ মার্চ ২০২৫ রোজ বৃহস্পিবার নগরীর নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জনকে গ্রেফতার করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখা।

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন নতুন বাজার এলাকা হইতে ০৬ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ ১৩.১৫ ঘটিকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ কালাম (৩৮), পিতা-মোঃ ময়েজউদ্দিন, মাতা-মোছাঃ ছালেহা খাতুন, সাং-ঘাটুরী মধ্যপাড়া, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন