প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫ । ৮:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেফতার ০৬ জন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-০৫/০৩/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৬ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) সজীব কোচ, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ খোরশেদ আলম (২৫), পিতা-মৃত মিজানুর রহমান, মাতা-অজুফা, সাং-নাটকঘরলেন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন নতুন বাজার এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) কুমোদলাল দাস, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ ইয়াসিন আহম্মেদ মুন্না (১৯), পিতা-মোঃ সোহাগ, মাতা-ফজিলা খাতুন, সাং-আকুয়া ইসলামী একাডেমি রোড, ২। ইলিয়াস কাঞ্চন (২৪), পিতা-মোঃ গোলাপ মিয়া, মাতা-আছিয়া বেগম, সাং-পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছনে বস্তি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানাধীন চরপাড়া মেডিকেল কলেজের সামনে হইতে গ্রেফতার করেন।

মাদকদ্রব্য সংস্থা কর্তৃক অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ প্রান্ত, পিতার নাম: মৃতঃ আব্দুল মান্নান, মাতা- মৃতঃ কুলছুম, সাং- আকুয়া জুবলী কোয়াটার, থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহকে অত্র থানাধীন আকুয়া এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ৩৭ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) মাসুদ জামালী, এএসআই (নিঃ) মোঃ কামরুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০২ টি পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-

১। বিউটি আক্তার (), পিতা-বাবুল মিয়া, স্থায়ী : গ্রাম- চকনজু ঘাগড়া, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা – ময়মনসিংহ, বাংলাদেশ

২। মোছাঃ আয়শা আক্তার (), পিতা-/স্বামী: মোঃ জালাল উদ্দিন, স্থায়ী : গ্রাম- রঘুরামপুর (পো: শম্ভুগঞ্জ বাজার) ,  উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

প্রত্যেক আসামীকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন