প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ । ৯:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-০৪/০৩/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৪ জন আসামী গ্রেফতার করা হয়।

ইন্সপেক্টর(নিরস্ত্র) মোঃ কমর উদ্দিন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ০১। মোঃ আশিকুর রহমান আশিক (৩৩), (যুবলীগের সমর্থক), পিতা-সাইদুর রহমান তারা মিয়া, মাতা-আকলিমা খাতুন, সাং-৪৩/৩ কেওয়াটখালী, ২। মোঃ সাকিব মিয়া (২৭), (৩১নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সমর্থক), পিতা-মোঃ আব্দুল বারেক, মাতা-মোছাঃ রেজিয়া খাতুন, সাং-চর ঈশ্বরদিয়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানাধীন শম্ভুগঞ্জ মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মোঃ সোহেল রানা, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ০১। আতিকুল ইসলাম জয় (২০), পিতা-মৃত আতিকুল ইসলাম সুমন, মাতা-মৃত তাসলিমা বেগম, সাং-চুরখাই, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন মাসকান্দা বাইপাস এলাকা হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) মোঃ মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১ টি পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-

১। মোঃ শাহাদৎ হোসেন (৫০), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, স্থায়ী: গ্রাম- পান ঘাগড়া (পনঘাগড়া), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ

প্রত্যেক আসামীকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন