প্রকাশের সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫ । ১:২৬ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহে অবৈধ ইটভাটা আলম ব্রিকসে অর্থদণ্ড; গুড়িয়ে দিয়েছে এইচএসবি ব্রিকস

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নে স্থাপিত মেসার্স আলম ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা এবং মেসার্স এইচএসবি ব্রিকসের কিলন ভেঙ্গে দেওয়া হয়।

রবিবার (২-মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান এর নেতৃত্বে ময়মনসিংহ সদর উপজেলায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে ময়মনসিংহ সদর উপজেলাধীন চর নিলক্ষীয়া ইউনিয়নে স্থাপিত বিএনপি নেতা খোরশেদ আলমের মালিকানাধীন মেসার্স আলম ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৮(১) ধারা লংঘন করায়-৫০০০০০/-(পাঁচ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এবং একই এলাকায় রফিকুল ইসলাম রফিক গংদের মালিকানাধীন মেসার্স এইচএসবি ব্রিকস’র কিলান ভেঙ্গে ঘুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় এলাকাবাসী, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

সেই সাথে গৌরীপুর উপজেলাধীন সাবদুল সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ঘেঁষে স্থাপিত অবৈধ ইট ভাটাটি উচ্ছেদের মাধ্যমে কোমলপ্রাণ শিশুদের পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের মহৎ উদ্যোগের আহবান জানান বিদ্যালয়টির শিক্ষক, অভিভাবক ও কোমলপ্রাণ শিক্ষার্থীরা।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন