প্রকাশের সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ । ৫:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে অপহরণ মামলার আসামীসহ গ্রেফতার ০৫ জন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০৭/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৫ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী ১। প্রিয়ম সরকার (২৩), পিতা-দেবেশ সরকার, মাতা-বিউটি সরকার, সাং-টিক্কাপাড়া বাইলেন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন মহারাজা রোড এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) পিন্টু কুমার রায সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। শহীদ (২০), পিতা-মৃত হাইজ উদ্দিন, মাতা-রোখেয়া, ২। নাজিম মীর (৪৫), পিতা-জাফর আলী মীর, মাতা-আছিয়া খাতুন, উভয় সাং-রঘুরামপুর সবজিপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ৩৩নং ওয়ার্ডের সবজিপাড়া মদিনানগর সাকিনস্থ হিফতাহুল হাসানাত বালিকা মাদ্রাসার গেইট সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

ইহাছাড়াও এএসআই (নিঃ) ফরহাদ উদ্দিন ও সুকান্ত দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-

১। মোঃ মফিজ উদ্দিন, পিতা-মোঃ গিয়াস উদ্দিন, সাং-বলাশপুর, ডাকঘর-কেওয়াটখালী, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

২। মোঃ উমর ফারুক, পিতা-মোঃ জমসেদ আলী, সাং-বীরবৌলা, পোঃ আম্বিকাগঞ্জ, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন