প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ১১:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে বিভিন্ন মামলার ০৮ জন আসামী গ্রেফতার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০৬/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৮ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) মাকসুদুল হাসান খালিদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। পলাশ বসাক (৩২), পিতা-মৃত শংকর চন্দ্র বসাক, মাতা-প্রতিমা বসাক, সাং-২৯ আরকে মিশন রোড, ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) মতিউর রহমান, জাহিদুল ইসলাম, এএসআই (নিঃ)সুকান্ত দেবনাথ, রাকিবুল ইসলাম, জাবির হোসাইন খান, ওমর ফারুক, শওকত হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৭টি পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-

১। মনোয়ারা (মনু), পিতা-/স্বামী: ষানি খান, স্থায়ী: (আকুয়া সুপার মার্কেট, ২য় তলা, গাঙিনারপাড়, পো: ময়মনসিংহ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

২। মোঃ মাহমুদ হাসান রিপন, পিতা-মোঃ মাঈন উদ্দিন, স্থায়ী: (সাং- চর কালিবাড়ী চর ঈশ্বরগঞ্জ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

৩। মোছাঃ হালিমা খাতুন, পিতা-বাবুল মিয়া, স্থায়ী: (সাং- চর কালীবাড়ী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ

৪। সুজন ঘোষ.প্রোঃ অর্পনা প্রসাধনী, পিতা-হরিপদ ঘোষ, স্থায়ী: (মিল্লাত শপিং কমপ্লেক্স, সাবেক খান ম্যানশন নিচতলা দোকান নং , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

৫। ফাতেমা খাতুন (৫৯), পিতা-, স্থায়ী: গ্রাম- শম্ভুগঞ্জ (শম্ভুগঞ্জ মাঝিপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

৬। শিরিনা আক্তার, স্বামী- ইকরাম হোসেন খান মামুন, স্থায়ী: গ্রাম- শম্ভুগঞ্জ, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,

৭। শাহানা আক্তার, স্বামী-সাইদুর রহমান রাজিব, স্থায়ী: গ্রাম- শম্ভুগঞ্জ, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন