প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে আওয়ামীলীগ ছাত্রলীগ ও অন্যান্য মামলার আসামীসহ গ্রেফতার ০৯ জন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০৪/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৯ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। হাসানুজ্জামান রাসেল (৩০), ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি, পিতামৃত-শামসুল আলম, মাতা-হাফিজা খাতুন, সাং-চকছত্রপুর, ২। আমির হোসেন রিপন (২৭), ০৬নং ওয়ার্ড মুসলিমলীগের সমর্থক, পিতা-কামাল হোসেন, মাতা-রিনা বেগম, সাং-নাসিরাবাদ কলেজ রোড বাইলেন (জনৈক আসাদ খান সোহেল এর বাসার ভাড়টিয়া), ৩। রাকিব হোসেন (২০) ছাত্রলীগের সমর্থক, পিতা-মোঃ আঃ লতিফ, মাতা-রিনা বেগম, সাং-কেওয়াটখালী, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেকে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মোঃ মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। তৌফিকুল ইবনে মান্নান তুহিন (৪০), ময়মনসিংহ সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, পিতা-মোঃ আব্দুল মান্নান, মাতা-মোছাঃ হাছিনা খাতুন, সাং-৩১নং সেহড়া ডিবি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন সেহড়া ডিবি রোড এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করিয়া দস্যুতা মামলার আসামী ১। মোশারফ হোসেন কাকন (২৯), পিতা-ছতু মিয়া ওরফে আঃ মালেক, মাতা-মোর্শেদা বেগম, সাং-খাগডহর ঘুন্টি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন কাঠগোলা বাজার এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ লিটন মিয়া (৪০), পিতামৃত-লাল মিয়া, মাতা-আছিয়া বেগম, সাং-বাঘমারা, ১৭নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়াস্থ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ০২নং গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন।

র‌্যাব-১৪ ময়মনসিংহ এর বাদী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। রায়হান আলম(২৮), পিতা- শফিক সরকার, মাতা- নার্গিস বেগম, সাং-আইটহাদি মাথাভাঙ্গা, মোহনপুর ইউপি, থানা: মতলব উত্তর, জেলা: চাঁদপুর, ২। মোঃ রফিকুল ইসলাম(৪৫), পিতা- আঃ বাতেন, মাতা- রেজিয়া খাতুন, সাং: নগরহাওলা, থানা: শ্রীপুর, জেলা: গাজীপুর’দ্বয়কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সিটি কর্পোরেশন এর ২৫ নং ওয়ার্ডের দিঘারকান্দা সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ”আকিজ গ্যাস স্টেশন” এর সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এএসআই (নিঃ) মোঃ লাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১ টি জিআর পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-

১। হাসিম ওরফে আব্দুল হাশেম (২৯), পিতা-মোঃ বিল্লাল হোসেন, মাতা- মৃত হাসি খাতুন, স্থায়ী: গ্রাম- জেল এরিয়া (জেল রোড গলগন্ডা) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন