
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৯ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মেহেদী হাসান রাকিব (২৭)২৭নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক, পিতা-মাহবুব হাসান পিন্টু, মাতা-মোছাঃ রানী, সাং-আকুয়া মোড়ল পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা হইতে, ২। সৈয়দ তানিম (৪২) জেলা যুবলীগের সদস্য, পিতামৃত-সৈয়দ সাদিকুজ্জামান, মাতা-মনোয়ারা বেগম, সাং-কুলিয়ারচর, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ, এপি/সাং-২৯নং সিকে ঘোষ রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন সিকে ঘোষ রোডস্থ ছায়াবানী সিনেমা হলের সামনে হইতে, ৩। আঃ আল রুমেল ওরফে হিমু (৩৯) মহানগর সেচ্ছাসেবক লীগের সদস্য, পিতা-মোঃ রিয়াজ উদ্দিন, মাতা-শামছুন্নাহার, সাং-আঃ মালেক সড়ক কাচিঝুলি, ৪। নাহিদুর রহমান নাহিদ (৪৩), আওয়ামীলীগের সমর্থক, পিতা-আফছার আলী, মাতা-হুসনে আরা বেগম, সাং-৮/১০/১ একাডেমী রোড, ৫। মোঃ রমজান আলী (৪৪) আওয়ামীলীগের সমর্থক, পিতামৃত-শাহাবুদ্দিন, মাতামৃত-মমতা বেগম, সাং-আঃ মালেক সড়ক কাচিঝুলি, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন কাচিঝুলি এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) ফিরোজ আলী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোস্তফা ওরফে মস্তু ওরফে জনি (২৫), পিতামৃত-আশরাফুল ইসলাম, মাতা-ফরিদা বেগম, সাং-কাচিঝুলি হামিদ উদ্দিন, আজমল সাহেব এর বাড়ীর ভাড়াটিয়া (ভাসমান), ২। মোঃ নাসির (২২), পিতামৃত-শামসু ওরফে কালু, মাতা-নাছিমা বেগম, সাং-কাচিঝুলি ইটাখোলা রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন আনন্দ মোহন কলেজ রোড মসজিদের পূর্ব পাশে চাঁদনী ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ১৯ পিস ইনজেকশন উদ্ধার করেন।
এসআই(নিঃ) অংকন সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আসিফ হোসেন @ ডন (৫৮) আওয়ামীলীগের সমর্থক, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ময়মনসিংহ সিটি কর্পোরেশন, পিতামৃত-আলতাফ হোসেন, মাতামৃত-গোলজার মহল, সাং-০৩ কেবি ইসমাইল রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ধর্ষনের চেষ্টা মামলার আসামী ১। মাহফুজুর রহমান (২০), পিতা-মোঃ মফিজুল ইসলাম, মাতা-মোছাঃ মাজেদা খাতুন, সাং-চর দড়িকুষ্টিয়া বাল্লাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চর দড়িকুষ্টিয়া বাল্লাপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।