
ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেলের আয়োজনে ও যুবদল নেতা মহসিন আলমের ব্যবস্থাপনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র শীতার্তদের মাঝে ৩শতাধিক অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ।
এছাড়াও মহানগর ও ইউনিয়ন পর্যায়ের যুবদল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।