প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪ । ১২:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

আগামী বছর কোন ক্ষেত্রে চাকরির সুযোগ বেশি? যা বলছে তথ্য…

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

সকলের জন্যই সেটা সুখবর হবে তা নয়। ২০২৫ সালে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (IT) ক্ষেত্রে চাকরির বেশি সুযোগ, এমনটাই বলছে NLB সার্ভিসেস। শুধু যে অভিজ্ঞরাই সুযোগ পাবেন তা নয়, বরং নতুনদের কাছেও সুযোগ আসতে চলেছে। জেনে নেওয়া যাক বিস্তারিত।

 

নতুন বছর আসতে আর মাত্র হাতে গোনা কিছুদিন বাকি। অনেকে হয়তো পরিকল্পনাও শুরু করে দিয়েছেন। আবার অনেকের কাছে নতুন বছর মানে নতুন অপারচুনিটিও। কেরিয়ারের দিক নিয়ে যাঁরা চিন্তিত, তাঁদের জন্য কিছুটা খুশির খবর। তবে সকলের জন্যই সেটা সুখবর হবে তা নয়। ২০২৫ সালে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (IT) ক্ষেত্রে চাকরির বেশি সুযোগ, এমনটাই বলছে NLB সার্ভিসেস। শুধু যে অভিজ্ঞরাই সুযোগ পাবেন তা নয়, বরং নতুনদের কাছেও সুযোগ আসতে চলেছে। জেনে নেওয়া যাক বিস্তারিত।

 

বেসরকারি ক্ষেত্রে যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের কাছে সুখবরই বলা যায়। ২০২৪ সালের প্রথম অর্ধে আইটি সেক্টরে ভাটা পড়েছিল। পরবর্তী ৬ মাসে উন্নতি হয়েছে অনেকটা। ট্যালেন্ট সলিউশন কোম্পানি NLB-র তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আইটি সেক্টরে চাকরির সম্ভাবনা বেশি। এই সংস্থার তরফে সদ্য একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী, ১৫-২০ শতাংশ চাকরিপ্রার্থীর মুখে হাসি ফুটতে চলেছে।

 

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে-গত ছ’মাসে আইটি সেক্টরে ব্যাপক উন্নতি হয়েছে। ফলে আগামীতে এই সংস্থায় সুযোগ আরও বেশি তৈরি হতে চলেছে। বিশেষ করে এআই, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিস্ট, ক্লাউড টেকনোলজিতে যাঁদের পড়াশোনা রয়েছে, তাঁদের আরও বেশি। আইটি সেক্টরে এই বিষয়গুলিতে ৩০-৩৫ শতাংশ নিয়োগ হতে পারে। ফ্রেসারদের জন্য ক্যাম্পাসিংয়ের মাধ্যমে প্রতিভা খুঁজে নেওয়ার পথে হাঁটবে বেশ কিছু বড় কোম্পানি, এমনটাই দাবি NLB-এর।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন