বাশার আল-আসাদের পতনের পরপরই সিরিয়ায় আইএসআইএলের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সংগঠনটির নেতা, কর্মী ও শিবিরসহ ৭৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে।
সেন্টকম জানায়, আসাদের পতনের সুযোগ যাতে সংগঠনটি নিতে না পারে তাই এই হামলা চালানো হয়েছে। হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বোয়িং বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস, ম্যাকডোনেল ডগলাস এফ-১৫ ঈগল ব্যবহার করা হয়েছে। তবে এসব হামলায় বেসামরিক নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।
এক বিবৃতিতে সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেছেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতির আইএসআইএসকে পুনর্গঠিত ও কোনো সুযোগ আমরা নিতে দেব না।
বিবৃতিতে আরো বলা হয়, সিরিয়ার সব সংগঠনের জানা উচিত— আইএসআইএসের সঙ্গে কোনো রকমের অংশীদারত্ব বা সহযোগিতা করলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।